ডর্টমুন্ডকে হারিয়ে শীর্ষে বায়ার্ন

ক্রীড়া ডেস্ক: এবারও জার্মান বুন্দেসলিগায় নিজেদের সেরাটা ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। লিগে বরুশিয়া ডর্টমুন্ডকে তাদের মাঠে হারিয়ে বুন্দেসলিগার সেরা অবস্থানটি ধরে রেখেছে বাভারিয়ানরা।

সিগনাল ইদুনা পার্কে স্বাগতিক ডর্টমুন্ডের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। টানা পাঁচবারের বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা এবারও শিরোপা জয়ের লক্ষ্যে অন্যদের চেয়ে এগিয়ে রয়েছে।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৬ মিনিটে আরিয়েন রোবেনের গোলে এগিয়ে যায় বায়ার্ন। ম্যাচের ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভানডফস্কি। চলতি মৌসুমে পোল্যান্ড স্ট্রাইকারের এটি ১১তম গোল। ম্যাচের ৬৮ মিনিটে বায়ার্নের হয়ে শেষ গোলটি করেন ডেভিড আলবা। ম্যাচের ৮৮ মিনিটে স্বাগতিকদের হয়ে একটি গোলের শোধ দেন স্প্যানিশ ডিফেন্ডার মার্ক বার্ত্রা।

বুন্দেসলিগা পয়েন্ট টেবিলে ১১ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। লাইপজিগ ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।