
মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় সদর ইউনিয়ন আঃলীগের সভাপতি ইব্রাহীম কামাল ডিআই এর স্ত্রী ও বাবুরহাট সদরের হাজ্বী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মৃত, সুফিয়া কামাল(৫৫)এর নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে ।শনিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে তাকে কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়।মৃত্যুকালে তিনি দুনিয়ায় স্বামী, দুই পুত্র,দুই কন্যা সন্তান,নাতি-নাতনী,ভাই-বোন, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ব্যক্তি জীবনেও তিনি অমায়িক আচরনের অধিকারী ছিলেন।
এর আগে গতকাল শুক্রবার বিকেল ৫টায় শিক্ষিকা সুফিয়া কামাল ডিমলা সদরের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে ডিমলা সরকারী হাসপাতালে নেয়া হয়।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তার জানাজা ও দাফনে জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক,ব্যবসায়িক,শিক্ষক,সুধীজন,সুশীল সমাজ,সরকারী-বেসরকারী চাকুরীজীবি,এলাকাবাসী সহ সর্বস্তরের ব্যাপক মানুষজন অংশগ্রহন করে মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন।