ডিমলায় ৩৮দিন ধরে নিখোজ স্কুল ছাত্র পিএসসি পরিক্ষার্থী নয়, ৪র্থ শ্রেনীর ছাত্র

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় মনোয়ার হোসেন(১৪)নামের যে ছাত্রটি র্দীঘ ৩৮ দিন ধরে নিখোজ রয়েছে সে পিএসসি পরিক্ষার্থী নয় ছিলো চতুর্থ শ্রেনীর ছাত্র ।

আজ মঙ্গলবার নিখোজের অধ্যায়নরত বিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিকদের।
নিখোজ ছাত্র উপজেলা সদরের বাবুরহাট গ্রামের জমুদ্দির চৌপতি এলাকার জসিয়ার রহমানের ছেলে ও ডিমলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র। এর আগে নিখোজের মা অল্পশিক্ষিত মনোয়ারা বেগম ভুলবশত সাংবাদিকদের জানিয়েছিলেন, তার ছেলে ৫ম শ্রেনীতে পড়েন । তাই তার সুত্র ধরেই দেশের বিভিন্ন গনমাধ্যমে “ডিমলায় পিএসসি পরিক্ষার্থী নিখোজ”শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

পরে নিখোজের বিদ্যালয় সুত্রে জানা যায়, নিখোজ মনোয়ার চতুর্থ শ্রেনীর ছাত্র ও তার রোল নং-৩৩ । গত ১১/৩/২০১৭ইং তারিখে মনোয়ার সর্বশেষ বিদ্যালয়ে উপস্থিত থাকলেও এর পর থেকে মনোয়ার আর বিদ্যালয়ে উপস্থিত হয়নি।

নিখোজের বাবা জসিয়ারও বিষয়টি নিশ্চিত করে জানান,গত ১৫ই অক্টোবর সকালে তার চতুর্থ শ্রেনীর ছেলে মনোয়ার বাড়ী থেকে টাকা নিয়ে বাজারে খরচ আনতে গিয়ে আর ফিরে আসেনি।

এদিকে নিজস্ব আত্মীয়-স্বজনদের পরিবার গুলোতে খোজ নিয়েও তার সন্ধান না পেয়ে ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে নিখোজের পরিবারটি। নিখোজ মনোয়ার ৫ ফুট ৫ ইি লম্বা,তার শরীরে হারিয়ে যাওয়ার দিন সাদা ও টিয়া রঙ্গের চেক সার্ট ও জিন্সের প্যান্ট পড়া ছিল। এ ব্যাপারে ছাত্রটির পিতা ডিমলা থানায় জিডি নং-১৯২ তাং ৪/১১/২০১৭ইং দায়ের করেছেন।