ডেনিশ প্রিন্স রানীর পাশে নিজের কবর চান না

আন্তর্জাতিক ডেস্ক : ডেনমার্কের রানীর স্বামী প্রিন্স হেনরিক তার স্ত্রী রানী মারগ্রেথের কবরের পাশে সমাহিত হতে চান না। রাজপরিবারের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

১৯৬৭ সালে ফরাসি কূটনীতিক হেনরিকের সঙ্গে বিয়ে হয় রানী মারগ্রেথের্। ওই সময় হেনরিককে প্রিন্স অব ডেনমার্ক উপাধি দেওয়া হয়। কিন্তু এই ‘প্রিন্স’ উপাধিতে সন্তুষ্ট ছিলেন না তিনি। হেনরিক ‘প্রিন্সের’ পরিবর্তে তাকে ‘রাজা’ উপাধি চেয়েছিলেন। এ বিষয়ে তিনি কয়েকবার অভিযোগও করেছেন।

রাজা ও রানীর মৃত্যুর পর ডেনমার্কের পূর্বে রোসকিলডে ক্যাথেড্রালে নির্মাণ করে বিশেষ শবাধারে সমাহিত করার কথা ছিল। কিন্তু প্রিন্স হেনরিক বৃহস্পতিবার বিষয়টি নাকচ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, রানীর সঙ্গে নয়, বরং তিনি অন্য কোনো স্থানে সমাহিত হতে চান। প্রিন্স হেনরিকের এ সিদ্ধান্ত রানী মেনে নিয়েছেন বলে রাজকীয় কর্মকর্তারা জানিয়েছেন।

ডেনিশ রাজবাড়ির যোগাযোগ বিষয়ক পরিচালক বলেছেন, ‘ ডেনিশ রাজতন্ত্র প্রিন্সকে যে উপাধি দিয়েছিল তা নিয়ে এবং নিজের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে যে তিনি অসন্তুষ্ট ছিলেন তা গোপন কোনো বিষয় নয়। রানীর পাশে সমাহিত হতে না চাওয়ার যে ইচ্ছা প্রিন্সের তা নিজের স্ত্রীর সমান মর্যাদা না পাওয়া এবং তিনি যে উপাধি ও পদ চেয়েছিলেন তা না পাওয়ারই সাধারণ পরিণতি।’