ডেভিড ময়েস ওয়েস্টহামের নতুন কোচ

ক্রীড়া ডেস্ক : ডেভিড ময়েস ওয়েস্টহামের নতুন কোচ হচ্ছেন, এটা জানা গিয়েছিল আগেই। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। মঙ্গলবার সেই আনুষ্ঠানিকতাও সারল প্রিমিয়ার লিগের ক্লাবটি। স্লাভেন বিলিচের স্থলাভিষিক্ত হলেন এভারটন, ম্যানচেস্টার ইউনাইটেড ও সান্ডারল্যান্ডের প্রাক্তন এই কোচ।

দলের বাজে পারফরম্যান্সের কারণে আগের দিন বিলিচকে বরখাস্ত করে ওয়েস্টহাম। নিজেদের লক্ষ্যে অটুট থাকতে পরিবর্তনটা জরুরী হয়ে পড়েছিল বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়।

এই মুহূর্তে ময়েসই ওয়েস্টহামের জন্য সঠিক ব্যক্তি বলে মনে করেন দলটির যুগ্ম চেয়ারম্যান ডেভিড সুইভান, ‘আমাদের অভিজ্ঞ একজনকে দরকার, যার প্রিমিয়ার লিগ ও খেলোয়াড়দের সম্পর্কে ধারণা আছে। আমরা বিশ্বাস করি, ডেভিড খেলোয়াড়দের কাছ থেকে তাদের সেরাটা বের করে আনতে পারবে।’

গত মে মাসে সান্ডারল্যান্ডের দায়িত্ব ছাড়ার পর থেকে কাজের বাইরে আছেন ময়েস। ওয়েস্টহামের কোচ হিসেবে তার প্রথম ম্যাচ আগামী ১৯ নভেম্বর প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের বিপক্ষে।

দায়িত্ব নিয়ে ৫৪ বছর বয়সি ময়েস বলেছেন, ‘স্টেডিয়ামে সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সত্যিই মুখিয়ে আছি আমি। তাদের সমর্থন প্রয়োজন আমাদের। প্রত্যেকেরই আমাদের সঙ্গে প্রয়োজন।’