
ক্রীড়া প্রতিবেদক , সিলেট থেকে : ঢাকা ডায়নামাইটসকে রীতিমতো চমকে দিয়েছে সিলেট সিক্সার্স। সাকিব, পোলার্ড, সাঙ্গাকারা ও এভিন লুইসের মতো তারকায় ঠাসা দল ঢাকা। অন্যদিকে সিলেট সিক্সার্সে ফ্লেচার, থারাঙ্গা, প্লাঙ্কেট; নেতৃত্বে নাসির। বলার অপেক্ষা রাখে না দুই দলের পার্থক্য স্পষ্ট।
কিন্তু মাঠের পারফরম্যান্স বলছে ভিন্ন কথা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে পাত্তাই দেয়নি সিলেট। ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু এ হার নিয়ে কোনো আক্ষেপ নেই ঢাকার। ‘বাজে দিন’ হিসেবে দিনটিকে ভুলে যেতে চায় সাকিব, রনি, মোসাদ্দেকরা। আর শুরুতেই এমন হোঁচটকেও দেখছেন ভালোভাবে।
ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে ঢাকার পেসার আবু হায়দার রনি বলেছেন, ‘আজ আমাদের খারাপ দিন গেছে। আমাদের খারাপ দিন আজ চলে গেল শুরুতেই। শুরুতেই এ দিনটা যাওয়াতে আমাদের জন্য ভালো হয়েছে। চেষ্টা করব নতুন উদ্যমে ভালো করে শুরু করতে। আশা করছি, দ্রুত আমরা ঘুরে দাঁড়াব।’
প্রতিপক্ষ হিসেবে সিলেটকে হালকাভাবে নিয়েছিল ঢাকা! বিষয়টিকে গুঞ্জন বলেই উড়িয়ে দিলেন রনি, ‘আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলাম, এমন কিছু ছিল না। বিপিএলে যে সাতটি দল আছে, প্রতিটি কিন্তু কাছাকাছি। আমাদের দল হয়ত একটু ভালো, কিন্তু ওদের দল কিন্তু খারাপ না। ওদের ব্যালেন্স টিম। টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো দিন যেকোনো কিছু হতে পারে।’
হারের কারণগুলো ব্যাখা করতে গিয়ে রনি বলেছেন, ‘আমাদের অনেক ভালো ব্যাটিং লাইনআপ। কিন্তু আমরা শুরুতেই উইকেট হারিয়েছি। মাঝে দুজন সেট ব্যাটসম্যান আউট হওয়াতে রানটা বড় হয়নি। আমরা যে পরিকল্পনা করেছি সেই পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারিনি।’
ব্যাট-বল দুই বিভাগেই দাপট দেখিয়েছে সিলেট। প্রথমে ঢাকাকে ১৩৬ রানে আটকে রেখে ১৯ বল ও ৯ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় নাসিরের সিলেট। নিজেদের ব্যর্থতা ঢাকতে গিয়ে সিলেটকে কৃতিত্ব দিতে ভুল করেননি ঢাকার পেসার। বলেছেন, ‘ওদের দুই ওপেনার খুব ভালো ব্যাটিং করেছে। ওরা দুজন ভালো ব্যাটিং করাতে আমাদের পরিকল্পনা সফল হয়নি। পাশাপাশি ওদের পেসারদের বোলিংয়ে দারুণ বৈচিত্র্য ছিল। শেষ দিকে ইয়র্কারগুলো ভালোভাবে কাজে লাগাতে পেরেছে। বোলিংয়ে গতির পরিবর্তনও করেছে দারুণভাবে।’
বল হাতে রনি ছিলেন বেশ খরুচে। ৩ ওভারে ২৭ রান দিয়ে উইকেট পাননি একটিও। বাঁহাতি এ পেসারের বিশ্বাস, দলের সঙ্গে তার বোলিংও সামনে দ্যুতি ছড়াবে।