ঢাবি অধিভুক্ত ৭ কলেজে আবেদন জমা দেওয়ার শেষ দিন আজ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও পাস কোর্সের অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার আবেদন জমা দেওয়ার শেষ দিন। বিস্তারিত তথ্য www.7college.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ভর্তি প্রক্রিয়ার উদ্বোধন করেন।