ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০১৮-১৯ সালের নবনির্বাচিত কমিটি ঘোষণা

স্বপন বড়ুয়াকে সভাপতি এবং মো. গোলাম মোস্তফাকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০১৮-১৯ সালের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। ১২ নভেম্বর এস্টোরিয়ার বৈশাখী মিলনায়তনে এ ঘোষণা দেওয়া হয়।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন-সহসভাপতি এম এস আলম, সাঈদা আক্তার লিলি, গাজি সামসউদ্দীন, কোষাধ্যক্ষ মো. হানিফ মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক এ্যানি ফেরদৌস, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া, প্রচার ও গবেষণা সম্পাদক মো. লিয়াকত আলী, কার্যকরী সদস্য এ কে আজাদ তালুকদার, মো. তাজুল ইসলাম, মোল্লা মুনিরুজ্জামান, মাসুম এম মহসিন, মোহাম্মদ হোসেন খান ও মো. আবদুল মতিন।
জনাকীর্ণ মিলনায়তনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান শিবু পোদ্দার বলেন, এবারের নির্বাচনে একটি মাত্র প্যানেল মনোনয়নপত্র জমা দেওয়ায় কমিশনের সদস্যরা যাচাইবাছাই করে এই প্যানেলকেই নির্বাচনী বিধি মোতাবেক নির্বাচিত ঘোষণা করেছে।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান শরীফ মাহবুব ও মো. নূরুল ইসলাম পুরো নির্বাচনী প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি আবুল কালাম আজাদ তালুকদার উপস্থিত সাংবাদিক ও অতিথিদের স্বাগত এবং অ্যাসোসিয়েশনকে সার্বিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান। তিনি নির্বাচন কমিশনের সদস্যদের তাঁদের দায়িত্ব অত্যন্ত সফল ও সুচারুভাবে সম্পন্ন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আন্তরিক অভিনন্দন জানিয়ে নতুন কমিটির সার্বিক সাফল্য কামনা করেন।
বিদায়ী সাধারণ সম্পাদক গাজি সামসউদ্দীন নির্বাচন কমিশনের সদস্যদের কর্মদক্ষতার জন্য ধন্যবাদ জানিয়ে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।
নতুন সভাপতি স্বপন বড়ুয়া অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। আর সম্পাদক গোলাম মোস্তফা অ্যালামনাইদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যৎ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ আজিজ নঈমী, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি সৈয়দ মিজানুর রহমান এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।