
নিজস্ব প্রতিবেদক : জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণীত হওয়ায় তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ অনলাইন সাংবাদিক সোসাইটি।
বুধবার রাজধানীর হেয়ার রোডে তথ্যমন্ত্রীর সরকারি বাসভবনে সংগঠনের সভাপতি মো. মাসুদ পারভেজ, সাধারণ সাম্পাদক মো. মাহমুদুন্নবী জ্যোতি,ক্রাইম পেট্রোল বিডি’র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরী,ক্রাইম পেট্রোল বিডি’র বার্তা সম্পাদক রেজাউর রহমান চৌধুরীসহ সোসাইটির নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় ৫৭ ধারার বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, এটি ডিজিটাল জগতের নিরাপত্তা বিধানে সার্বজনীন ধারা, সাংবাদিকতার বিরুদ্ধে কোনো ধারা নয়।
তিনি আরো বলেন, ডিজিটাল গণমাধ্যম হিসেবে অনলাইন নিউজ পোর্টালগুলোকে যেমন বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে, তেমনি সাংবাদিকতার নামে মিথ্যাচার, চরিত্রহনন, গুজব ও উস্কানি ছড়ানোর বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে হবে। আর সদ্য প্রণীত অনলাইন নীতিমালা ডিজিটাল গণমাধ্যমকে সুরক্ষা দেবে।
অনলাইন সাংবাদিক সোসাইটির সভাপতি মো. মাসুদ পারভেজ বলেন, নিবন্ধিত সোসাইটি হিসেবে তারা অনলাইন গণমাধ্যম বিষয়ে সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছেন।