তুরস্কে অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন ৪৮৬ ব্যক্তির বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে গত বছরের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন ৪৮৬ ব্যক্তির বিচার শুরু হয়েছে।

এক মামলায় একসঙ্গে এতসংখ্যক ব্যক্তির বিচারের ঘটনা বিশ্বে বিরল এবং আধুনিক তুরস্কের ইতিহাসে এই প্রথম।

তুরস্কের রাজধানী আঙ্কারার উপকণ্ঠে স্থাপিত অস্থায়ী আদালতে মঙ্গলবার এই বিচার শুরু হয়েছে। অভিযুক্তদের মধ্যে সামরিক বাহিনীর কয়েকজন জেনারেল ও এফ-১৬ যুদ্ধবিমানের পাইলট রয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন- তুরস্কের বিমান বাহিনীর প্রাক্তন কমান্ডার আকিন ওজতুর্ক।

বিচারাধীন ৪৮৬ জনের বিরুদ্ধে আঙ্কারার আকিনসি বিমানঘাঁটি থেকে অভ্যুত্থান সংঘটনের জন্য ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা সরকারের গুরুত্বপূর্ণ ভবন, এমন কি পার্লামেন্টে বিমান হামলা চালায়।

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় নির্বাসিত তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন এই মামলার প্রধান অভিযুক্ত। তুর্কি সরকারের দাবি, তিনিই ব্যর্থ অভ্যুত্থানের হোতা। কিন্তু গুলেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

একসময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের বন্ধু ছিলেন গুলেন। তিনি যুক্তরাষ্ট্রে থাকলেও তার অনুপস্থিতিতেই বিচার চলবে।

এই মামলায় অধিকাংশ অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও প্রেসিডেন্টকে হত্যা চেষ্টার জন্য গুরুতর অভিযোগ আনা হয়েছে। ৪৮৬ অভিযুক্তের মধ্যে এখন ৪৬১ জন আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে।

গত বছর ১৬ জুলাই তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থান চেষ্টা হয়। জনগণের প্রতিরোধের মুখে তা প্রতিহত হয়। সুসংহত হয় প্রেসিডেন্ট এরদোয়ানের ক্ষমতা। এরপর তুরস্কে ব্যাপক ধরপাকড়, গণগ্রেপ্তার ও গণছাঁটাই শুরু হয়। জেলে ঢোকানো হয়েছে প্রায় ৫০ হাজার মানুষকে। সামরিক-বেসামরিক প্রতিষ্ঠানের প্রায় ১ লাখ ৫০ হাজার কর্মকর্তাকে ছাঁটাই করা হয়েছে।

তথ্যসূত্র : আনাদোলু, বিবিসি ও প্রেসটিভি অনলাইন