
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের টঙ্গী কামারপাড়া এলাকায় তুরাগ নদীর দুই পাশের কয়েকটি প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
বিআইডব্লিউটিএ-এর যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তুরাগ নদীর তীরে অবৈধভাবে তৈরি করা জিপার গ্রুপের স্থায়ী এবং অস্থায়ী অবকাঠামো ও সীমানা প্রাচীর, হামীম গ্রুপের প্রায় ২০০ ফুট সীমানা প্রাচীর, ঢাকা সেন্টাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রায় এক হাজার ফুট সীমানা প্রাচীর ও টিনশেড স্থাপনাসহ পাঁচটি প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর উচ্ছেদ করা হয়েছে।
অভিযানের সময় বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু শান্তি ও রাহাত মান্নান, যুগ্ম পরিচালক গুলজার আলী, উপপরিচালক শহীদ উল্লাহ, সহকারী পরিচালক নূর হোসেন উপস্থিত ছিলেন।