
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও রেলওয়ে বস্তিতে তাসলিমা আক্তার (১০) নামের এক শিশুর অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে ছোট বোনের সঙ্গে ঝগড়া করে ঘরের বাশেঁর আড়ার সঙ্গে ঝুলে শিশুটি আত্মহত্যা করে বলে তার বাবা আলম মিয়া দাবি করেন।
আলম মিয়া বলেন, ‘ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। পরে বাসায় এসে দেখি তাসলিমার লাশ বাঁশের আড়ার সঙ্গে ঝুলছে। শুনেছি তাসলিমা ও তার ছোট বোনের মধ্যে ঝগড়া হয়েছিল।’
আলম মিয়ার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চকই গ্রামে। তেজগাঁও রেলওয়ে বস্তির একটি বাসায় তারা থাকেন। তাসলিমা স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়তো।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, তাসলিমার লাশ মর্গে রাখা হয়েছে।