ত্রিশালের প্রাক্তন এমপি দেহরক্ষী গুলিবিদ্ধ হয়ে নিহত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : জেলার ত্রিশালের প্রাক্তন সংসদ সদস্য রেজা আলীর দেহরক্ষী আজগর আলী খান (৪৫) নিজের ব্যবহৃত লাইসেন্সকৃত শর্টগানে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার ভোরে তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে মারা যান। পরে একই হাসপাতালে ময়নাতদন্ত শেষে দুপুরে পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হয়।

ত্রিশালের ওসি জাকিউর রহমান জানান, গতকাল শনিবার সকাল ৯টার দিকে অসাবধানতা-বশত ত্রিশালের ধানিখোলায় আজগর আলী গুলিবিদ্ধ হন। তার বাড়ি বাগেরহাট সদর উপজেলায়।তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। দুই বছর ধরে প্রাক্তন এমপি রেজা আলীর দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন তিনি।

রেজা আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় তিনি ঘুমিয়েছিলেন। শর্টগান পরিষ্কার করার সময় অসাবধানতা-বশত এই ঘটনা ঘটে।