দীর্ঘদিন ধরে চলে আসা বাণিজ্যিক পীড়ন’ যুক্তরাষ্ট্র আর সহ্য করবে না

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘দীর্ঘদিন ধরে চলে আসা বাণিজ্যিক পীড়ন’ যুক্তরাষ্ট্র আর সহ্য করবে না। শুক্রবার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক ) সম্মেলনে তিনি এ কথা বলেছেন। তিনি বলেছেন, যতদিন পর্যন্ত অ্যাপেক দেশগুলো পারস্পরিক ন্যায্য সমতার মাধ্যমে বাণিজ্য করবে ততোদিন যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, মুক্ত বাণিজ্যের কারণে লাখ লাখ মার্কিনিকে চাকরি হারাতে হয়েছে এবং তিনি এই অসমতা দূর করতে চান। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২১টি দেশ অ্যাপেকের সদস্য। বিশ্বের মোট জিডিপির ৬০ শতাংশ নিয়ন্ত্রণ করে এই দেশগুলো। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিটিপি থেকে ‍যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে এসেছেন। তার দাবি অ্যাপেকের ১২টি দেশের এই জোটে থাকায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য ক্ষতিগ্রস্থ হচ্ছে। শুক্রবার ট্রাম্প তার ভাষণে বিশ্ব বাণিজ্য সংস্থার সমালোচনা করেন। তিনি বলেন, সংস্থাটির প্রত্যেক সদস্য যদি এর নিয়ম-নীতির প্রতি শ্রদ্ধাশীল না হয়, তাহলে এটি ঠিকভাবে কাজ করতে পারবে না। বাণিজ্যিক ভারষাম্যহীনতার অভিযোগ তুলে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তার বাজারের অনেক প্রতিবন্ধকতা অপসারণ করেছে এবং শুল্ক অপসারণ করেছে। অথছ অন্যান্য দেশ এভাবে কাজ করেনি। এ ধরণের কর্মকাণ্ড আমদের দেশের অনেক লোককে আঘাত করেছে।