দুটি দল ব্যতিক্রম

ক্রীড়া ডেস্ক : বিপিএলের পঞ্চম আসর মাঠে গড়িয়েছে ৪ নভেম্বর। আগে ছয়টি দল মাঠে নামলেও চিটাগং ভাইকিংস মাঠে নামেনি। আজ মঙ্গলবার তারা মাঠে না। এর মধ্য দিয়ে সবগুলো দল মাঠে নামল।

সাত দলের ময়দানি লড়াইয়ে ভিন্নরকম একটি ঘটনার সৃষ্টি হয়েছে। ছয় দলের মধ্যে পাঁচটি দল তাদের প্রথম ম্যাচে হার মেনেছে। দুটি দল ব্যতিক্রম। তারা প্রথম ম্যাচেই জয় পেয়েছে। দল দুটি হল সিলেট সিক্সার্স ও রংপুর রাইডার্স।

যে পাঁচটি দল প্রথম ম্যাচে মাঠে নেমে হেরেছে তাদের তালিকায় আছে ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটান্স ও চিটাগং ভাইকিংস।

বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্স। দুটি দলেরই এটা ছিল প্রথম ম্যাচ। সেই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিলেট তাদের প্রথম ম্যাচেই জয় তুলে নেয়। আর ঢাকা প্রথম ম্যাচেই হারের স্বাদ নেয়।

উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স। এই দুই দলেরও এটা ছিল প্রথম ম্যাচ। এই ম্যাচে রাজশাহীকে ৬ উইকেটে হারিয়ে রংপুর তাদের প্রথম ম্যাচেই জয় তুলে নেয়। আর রাজশাহী তাদের প্রথম ম্যাচে হার মানে।

দ্বিতীয় দিনে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের প্রথম ম্যাচে মাঠে নামে। কিন্তু সিলেট সিক্সার্সের কাছে ৪ উইকেটে হেরে প্রথম ম্যাচেই হারের স্বাদ নেয়। চতুর্থ ম্যাচে ঢাকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে খুলনা। এই ম্যাচে খুলনাকে ৬৫ রানের ব্যবধানে হারায় ঢাকা। তাতে খুলনাও তাদের প্রথম ম্যাচে হারকে সঙ্গী করে।

আজ মঙ্গলবার চিটাগং ভাইকিংস তাদের প্রথম ম্যাচে মাঠে নামে। কিন্তু তারাও প্রথম ম্যাচে জয় বঞ্চিত হয়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৮ উইকেটের ব্যবধানে হার মানে।

ঢাকা ও কুমিল্লা তাদের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নিয়েছে। এখন দেখার বিষয় রাজশাহী, খুলনা ও চিটাগং তাদের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিতে পারে কিনা। সেক্ষেত্রে আরো একটি ভিন্ন ধরনের নজির স্থাপিত হবে।