দুর্নীতির অভিযোগে ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্টকে কারাগারে পাঠানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : তাই চূড়ান্ত আপিল শুনানি হওয়ার পর্যন্ত তাকে কারাগারেই থাকতে হচ্ছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট লুলার একটি আবেদনের ওপর দীর্ঘ শুনানি শেষে এ রায় দিয়েছে। ঘুষ নেওয়ার অভিযোগ ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে লুলাকে। অবশ্য লুলার দাবি, তার বিরুদ্ধে মামরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি যেন অংশ নিতে না পারেন সেজন্য এমনটা করা হচ্ছে। নির্বাচনপূর্ব এক জরিপে দেখা গেছে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে লুলার জনপ্রিয়তা রয়েছে শীর্ষে।

দুর্নীতির মামলার আপিল শুনানি চলাকালে কারাগারের বাইরে যাতে লুলা থাকতে পারেন সেই আবেদন করেছিলেন তার আইনজীবীরা। তবে আদালত বৃহস্পতিবার সে আবেদন প্রত্যাখ্যান করে জানিয়েছে, চূড়ান্ত শুনানি হওয়ার আগ পর্যন্ত লূলাকে কারাগারেই থাকতে হবে।

ব্রাজিলে অবশ্য কোনো মামলার আপিল শুনানি চলাকালে আসামির কারাগারে বাইরে থাকার বিধান রয়েছে। তবে বৃহস্পতিবার লুলার আবেদনের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ২০১৬ সালে নিম্ম আদালতের একটি রায়ের নজির উল্লেখ করেছে, যাতে বলা হয়েছে, বিবাদী প্রথম আপিলে পরাজিত হলে তাকে কারাগারে পাঠানো যেতে পারে।