দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে বিয়ের পর

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম আলোচিত দম্পতি কাজল ও অজয় দেবগন। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনে তাদের ঘর আলো করে এসেছে নিশা (১৪) ও যুগ (৬) নামে দুই সন্তান। সংসার নিয়ে ব্যস্ত থাকায় দীর্ঘ দিন অভিনয়ের বাইরে ছিলেন কাজল।

২০১৫ সালের ১৮ ডিসেম্বর মুক্তি পায় শাহরুখ-কাজল অভিনীত ‘দিলওয়ালে’ সিনেমাটি। এ সিনেমার মাধ্যমে বিরতি ভেঙ্গে অভিনয়ে ফিরেন কাজল। তামিল সিনেমা ‘ভেল্লাইল্লা পাত্তাধারি’ এর সিক্যুয়েল নির্মাণ করছেন নির্মাতা সৌন্দর্য রজনীকান্ত। সর্বশেষ এ সিনেমায় অভিনয় করেন কাজল। সংসারের ব্যস্ততার কারণে এখনো অভিনয়ে পুরোপুরি নিয়মিত নন এ অভিনেত্রী। তবে মাঝে মধ্যে সিনেমায় কাজ করছেন তিনি।

সম্প্রতি সংসার ও অভিনয় ক্যারিয়ার নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন কাজল। এ সময় প্রশ্ন করা হয়, বিয়ের পর অভিনেত্রীদের নিজস্ব জীবনযাপন সীমিত হয়ে যায় কি না? জবাবে কাজল বলেন, ‘নারী যে পেশারই হোক না কেন, বেছে নেওয়া জীবনে তার স্বাচ্ছন্দ্যবোধ করতে হবে। আমি চাইলেই ১৬ বছর বয়সে ফিরে যেতে পারব না। আমি আমার কাজের ক্ষেত্রে স্মার্ট ও সেরা। হ্যাঁ, এটা অস্বীকার করা যাবে না যে, একজন পুরুষ অভিনেতার তুলনায় নারী অভিনেত্রীর ক্যারিয়ার কম দীর্ঘস্থায়ী হয়। তবে ক্যারিয়ারের ব্যাপারে নারীদের আরো বেশি ভারসাম্য রেখে চলতে হবে।’

তিনি আরো বলেন, ‘বিয়ের পর নারীদের অগ্রাধিকারে পরিবর্তন আসে। সামাজিক ও ব্যক্তিগতভাবে আরো অনেক দায়িত্ব চলে আসে। এ দেশের সংস্কৃতিতে, বিয়ের সম্পর্কটা শুধু জীবনসঙ্গীর সঙ্গে নয়, পুরো পরিবারটাকেই বিয়ে করে থাকেন একজন নারী। বিয়ের পর জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে।’