
জ্যেষ্ঠ প্রতিবেদক : আগামী একাদশতম জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নির্বিঘ্ন না হলে এর ফলাফল ‘ভয়াবহ হবে’ বলে সরকারকে সতর্ক করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের স্মরণে এর আয়োজন করে ‘বাংলাদেশ ইয়ুথ ফোরাম’ নামের একটি সংগঠন। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আগামী নির্বাচন নির্বিঘ্ন করতে হবে। ব্যতিক্রম হলে ফল হবে ভয়াবহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ নির্বিঘ্নে ভোট দিতে না পারলে দেশ বড় ধরনের বিপর্যয়ের দিকে যাবে।’ আমির খসরু বলেন, ‘দেশের মালিকানা দেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে। এর বাইরে আর কোনো পথ নেই। ক্ষমতার জোরে এমপি, মন্ত্রী হয়ে লাভ নেই। এই জায়গা থেকে যেদিন সরে যাবেন সেদিন ইতিহাসের আস্তাকুঁড়ে পড়ে যাবেন।’ তিনি বলেন, ‘আজকে বাংলাদেশকে একটি রক্তক্ষয়ী অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। জনগণ তাদের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিনিয়ত জনগণকে গুম, খুন, হত্যা মিথ্যা মামলায় নিপীড়ন করা হচ্ছে। সরকারের আক্রমণ থেকে কেউ বাঁচতে পারছে না।’ আয়োজক সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় এবং উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, জাতীয় পার্টি (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ, খালেদা ইয়াসমিন, শাহবাগ থানা কৃষকদলের সভাপতি এম জাহাঙ্গীর আলম, ওলামা দলের নেতা শাহ মাসুম বিল্লাহ প্রমুখ।