
নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে গুম ও নিখোঁজের সংখ্যা অনেক কমে গেছে। অনেক নিখোঁজের ঘটনাকে প্রথমে গুম বলা হয়। কিন্তু পরে দেখা যায় নিখোঁজ ব্যক্তি নিজে থেকেই ফিরে এসেছে। বাকিরাও আসবে।
বুধবার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ ভবনের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিখোঁজ শিক্ষক সিজারকে উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে, অচিরেই তাকে উদ্ধার করা হবে। অনেক নিখোঁজের ঘটনাকে প্রথমে গুম বলা হয়। কিন্তু পরে দেখা যায় নিখোঁজ ব্যক্তি নিজে থেকেই ফিরে এসেছে। বাকিরাও আসবে।’
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘রংপুরে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনায় যার ফেসবুক অ্যাকাউন্ট থেকে উস্কানিমূলক পোস্ট দেওয়া হয়েছিল তাকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে এখন তদন্ত চলছে। তদন্তের পরই এ বিষয়ে বিস্তারিত বলব।’