দ্বন্দ্বে জড়াচ্ছেন শাহরুখ-রণবীর?

বিনোদন ডেস্ক : বর্তমানে বলিউডে বেশ কিছু চলচ্চিত্র নির্মাণাধীন রয়েছে। এর মধ্যে কিছু চলচ্চিত্র নির্মাণের শুরু থেকেই আলোচনায় রয়েছে। আগামী বছর মুক্তি পাবে এসব আলোচিত চলচ্চিত্র।

মুক্তি প্রতীক্ষিত সিনেমার এ তালিকায় রয়েছে রজনীকান্ত ও অক্ষয় কুমারের ‘২.০’, সালমান খানের ‘রেস থ্রি’, আমির খানের ‘থাগস অব হিন্দুস্থান’, সাইফ কন্যার ‘কেদারানাথ’, রণবীর সিংয়ের ‘টেম্পার’, শাহরুখ খানের নাম ঠিক না হওয়া একটি সিনেমাসহ বেশ কিছু চলচ্চিত্র।

শাহরুখ নাম ঠিক না হওয়া এ চলচ্চিত্রে একজন বামনের চরিত্রে অভিনয় করছেন। এটি ২০১৮ সালের ২১ ডিসেম্বর মুক্তি পাবে। এদিকে রনবীর সিং অভিনীত ‘টেম্পার’ সিনেমাটিও আগামী বছর একই দিনে মুক্তি পাবে বলে ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

ক্রিসমাস উপলক্ষে সিনেমা দুটি মুক্তি পেতে যাচ্ছে। কিন্তু একই দিনে আলোচিত দুটি সিনেমা মুক্তি পেলে ব্যবসায়ীক একটি দ্বন্দ্ব স্বাভাবিকভাবেই তৈরি হবে। একদিকে শাহরুখের মতো একজন সুপারস্টার অন্যদিকে রণবীর সিং। তবে এবারই প্রথম নয় ২০১৫ সালেও বক্স অফিসে এমন দ্বন্দ্বে জড়িয়েছিলেন শাহরুখ-রণবীর সিং।