মাহবুব রহমান : ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢালাইয়ের সময় নির্মাণাধীন ৫০০ আসন বিশিষ্ট জেলা পরিষদ অডিটরিয়ামের ছাদ ধসে পড়ে
এতে জাহান (৩২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও আট শ্রমিক। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কতকাল শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে পৌর শহরের কলেজ রোডে জেলা পরিষদ ডাকবাংলোর সামনে নির্মাণাধীন জেলা পরিষদ অডিটরিয়ামে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে ঠিকাদারী প্রতিষ্ঠান গোপনে ছাদ ঢালাইয়ের কাজ করছিল। দুর্ঘটনার পরপরই ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন পালিয়ে যায়। প্রথমে স্থানীয় লোকজন ও পরে ফায়ার সার্ভিসের কর্মী ও গফরগাঁও থানা পুলিশ উদ্ধার কাজ চালায়।
জানাযায়, ময়মনসিংহ জেলা পরিষদ ৬ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে ৫০০ আসনের এই অডিটরিয়ামটি নির্মাণ করছে। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রতন এন্টারপ্রাইজ হলেও নিয়ম বহির্ভূতভাবে সাব কন্টাকে কাজটি করছে ময়মনসিংহ শহরের অখিল পোদ্দার নামে এক ব্যবসায়ী।
আহত শ্রমিকরা হলেন- আনোয়ার, নাজিম, আজাহার, কাঞ্চন, আলমগীর, আজহারুল, নজরুল, নাদিম। নিহত নির্মাণ শ্রমিক জাহানের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়।
ময়মনসিংহ জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান জানান, গত বৃহস্পতিবার এই ছাদের ঢালাই হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার সকালে পরিদর্শন শেষে সিডিউল মোতাবেক ইস্পাত ও গজারী কাঠের সেন্টারিং এর পরিবর্তে বাঁশের দুর্বল সেন্টারিং এবং প্রয়োজনীয় রড ব্যবহার না করে কম রড এবং আগে ব্যবহূত রড ব্যবহার করায় জেলা পরিষদের কর্মকর্তারা ঠিকাদারী প্রতিষ্ঠানকে ঢালাই কাজ বন্ধের নির্দেশ দেয়। শুক্রবার সকালে ঠিকাদারী প্রতিষ্ঠান জেলা পরিষদের কর্মকর্তাদের অনুপস্থিতিতে গোপনে ঢালাই কাজ শুরু করে। ঢালাইয়ে কম সিমেন্ট দেওয়া হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ লোকমান হোসেন বলেন , বিষয়টি তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
আহত শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান
আহত ৯ জন শ্রমিককে ময়মনসিংহ জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। জেলা পরিষদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ শামীম রহমান, জেলা পরিষদের মহিলা সদস্য দিলরুবা আক্তার কাজল আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান, পৌর সভার প্যানেল মেয়র শাহজাহান সাজু, কাউন্সিলর ফয়জুর রহমান জীবন, আরিফুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। এ সময় নিহত শ্রমিক জাহানের দাফন-কাফনের জন্য ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। জাহানের পরিবারকে জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে জানিয়েছেন জেলা পরিষদের মহিলা সদস্য দিলরুবা আক্তার কাজল।


