
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ মোস্তাফিজুর রহমান। ৩০ অক্টোবর সোমবার সকাল ১০টায় নতুন রুপে তিনি পার্বতীপুর উপজেলা শিক্ষা অফিসার হিসেবে তার দায়িত্ব পালনের লক্ষে অফিসে উপস্থিত হন। এর আগে তিনি এ উপজেলাতেই সহকারী উপজেলা শিক্ষা অফিসার দায়িত্ব পালন করেছেন। পরে পদোন্নতী পেয়ে ঠাঁকুরগাও জেলার বালীয়া ডাঙ্গীতে উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৩ অক্টোবর ১৯৯৬ সালে প গর জেলার দেবীগঞ্জ উপজেলায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে তার চাকুরী জীবনের শুরু হয়।
শুধু তাই নয় মোস্তাফিজুর রহমান ২০১৪ সালে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর ২০১৬ সালে সরকারী খরচে সিঙ্গাপুর ভ্রমণ করেন। সাংস্কৃতিক অঙ্গনেও তার পদচারনা রয়েছে। একা ধারে তিনি অবৃত্তিকার, কবি, লেখক ও উপস্থাপাক ও বটে। তার লেখা একাধিক গল্প, ছোট গল্প, ছড়া, কবিতা, উপন্যাসসহ তার ৩টি মৌলিক বই রয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন লিটিল ম্যাগাজিনের নিয়মিত লেখক। সংসার জীবনে তিনি তিস কন্যার জনক। পার্বতীপুর উপজেলায় যোগদানরে পর কর্মক্ষেত্রের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।