নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার জন্য আলোচনা

হাবিবুর বাশার রবিন, নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর উত্তরার ফায়দাবাদ শেখ ছলিমউদ্দিন রোডে ছলিম উদ্দিন ভবনে ক্রাইম পেট্রোল বিডির প্রধান প্রতিবেদক আলহাজ্ব শেখ মোহাম্মদ উল্লাহ বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার জন্য আলোচনার আয়োজন করেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডির প্রধান প্রতিবেদক আলহাজ্ব শেখ মোহাম্মদ উল্লাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী কফিল উদ্দিন মোল্লা, সভাপতি চেতনায় মুজিব পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রিয়াজ উদ্দিন, অরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান খান, বীর মুক্তিযোদ্ধা বিজয় ম্যানুয়েল ডি প্যারিস ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বক্তব্য বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, ইতিহাসের মহানায়ক, স্বাধীন বাংলার স্থপতি, স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনাকে হৃদয়ে লালন করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম, আশা করি আপনারা আমাদের এই সংক্ষিপ্ত বক্তব্য হৃদয়ে ধারণ করবেন। আমরা বলতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যদি কোন কিছু জানার আগ্রহ থাকে তাহলে জাতির পিতাকে নিয়ে একটি ছবি নির্মাণ হয়েছে যাহার নাম “মুজিব একটি জাতির রূপকার”। বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি চলছে। আপনারা নতুন প্রজন্ম, ছবির দৃশ্য দেখলে বঙ্গবন্ধুকে নিয়ে ও মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে অনেক ইতিহাস জানতে পারবেন।