নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ২০ আহত

নরসিংদী : নরসিংদীর সদর উপজেলার মাধবদী ও শিবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ২০ আহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে সদর উপজেলার মাধবদীর কান্দাইল ও সকাল সাড়ে ৯টার দিকে শিবপুর উপজেলার কারারচর গ্রামে এই সব দুর্ঘটনা ঘটে। মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস জানান, কান্দাইল বাসস্ট্যান্ডের কাছে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও কমপক্ষে ১৭ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যান। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। অপরদিকে জেলার শিবপুর উপজেলার কারারচর গ্রামে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও পাঁচজন আহত হন। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। নরসিংদী ইটাখোলা হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. হাফিজুর রহমান জানান, কারারচর গ্রামে লেগুনা ও দিগন্ত পরিবহনের একটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও পাঁচজন আহত হন। আহতদের নরসিংদী সদর হাসপাতালসহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।