নাটোরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নাটোর : জেলার নলডাঙ্গায় হালতি বিলের পানিতে ডুবে হিমেল হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার করেরগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। হিমেল একই এলাকার দন্ত চিকিৎসক সুমন আহমেদের ছেলে। নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) নেয়ামুল ইসলাম হিমেলের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে বাড়ির পাশে বিলের মধ্যে ভাসমান চাড়িতে করে খেলা করছিল কয়েকজন শিশু। এ সময় অসাবধানতাবসত হিমেল সেই চাড়ি থেকে বিলের পানিতে পড়ে ডুবে যায়। পরে ঘটনাটি স্থানীয়দের জানালে তারা পরিবারের লোকজনকে খবর দেয় এবং হিমেলকে খুঁজতে পানিতে নামে। প্রায় পৌনে এক ঘণ্টা বিলের পানিতে খোঁজাখুজির এক পর্যায়ে পানি থেকে হিমেলের লাশ উদ্ধার করা হয়।