
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে নারায়ণগঞ্জে আগামী বুধবার থেকে ৬ষ্ঠ বারের মতো চার দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে সোমবার দুপুরে কর অঞ্চল নারায়ণগঞ্জের আঞ্চলিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে কর অঞ্চল নারায়ণগঞ্জের কর কমিশনার রেজাউল করিম চৌধুরী জানান, আয়কর মেলায় রিটার্ন গ্রহণ বুথ, অনলাইন রিটার্ন গ্রহণ বুথ, মহিলা, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও বয়োজ্যেষ্ঠ নাগরিক করদাতাদের জন্য পৃথক বুথ, ব্যাংকের বুথসহ মোট ২৫টি বুথের মাধ্যমে সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। তিনি জানান, গত বছর নারায়ণগঞ্জ জেলার ১৩ হাজার করদাতার কাছ থেকে ২ কোটি ১১ লাখ টাকা আয়কর আদায় করা হয়েছে। চলতি বছর কর আদায়ের পরিমাণ তিন কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম কর কমিশনার এস এম বাবুল, সহকারী কর কমিশনার ইমরান হোসেন, উপ কর কমিশনার পল্লব কুমার দেব প্রমুখ।