নারায়ণগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত চার সদস্যের শপথ অনুষ্ঠিত

সচিবালয় প্রতিবেদক : নারায়ণগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত চার সদস্যের শপথ অনুষ্ঠিত হয়েছে।

রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর অফিস কক্ষে নারায়ণগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত চার সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

সদস্যরা হলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের ২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য জাহাঙ্গীর আলম ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলাউদ্দিন এবং চুয়াডাঙ্গা জেলা পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মো. জহুরুল ইসলাম ও ১৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমান।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন তাদের শপথ বাক্য পাঠ করান।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) সৌরেন্দ্র নাথ চক্রবর্তী শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি দেশের ৮টি বিভাগের ৬১টি জেলা পরিষদের নবনির্বাচিত ১ হাজার ১৬৯ জন সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।