
বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পাশাপাশি হলিউডেও এখন নিয়মিত কাজ করছেন তিনি। বিশ্বে রয়েছে তার অগণিত ভক্ত। অনেকেই তাদের আইডল হিসেবে মনে করেন প্রিয়াঙ্কাকে। কিন্তু মজার বিষয় হলো, অভিনয়শিল্পী নয়, গৃহ পরিচারিকা হতে চেয়েছিলেন এ অভিনেত্রী।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘আমার যখন উঠতি বয়স, প্রথমে আমি একজন নারী পরিচ্ছন্নকর্মী হতে চেয়েছিলাম। হ্যাঁ, আমি গৃহ পরিচারিকা হতে চাইতাম। আমি ঝাড়ু দিতে পছন্দ করতাম, মেঝে পরিষ্কার করতাম এ নিয়ে আমার মা খুব দুশ্চিন্তা করত, ভাবত এটিই মনে হয় আমার প্রধান লক্ষ্য। এতে খারাপ কিছু নেই। আমি ঝাড়ু দিতে পছন্দ করি এবং এখনো নিজে এটি করি।’
এছাড়া প্রিয়াঙ্কা চোপড়া জানান, শুরুতে তিনি একটি বার্গারের দোকানে কাজ করতেন। মিস ইন্ডিয়া ও মিস ওয়ার্ল্ড হওয়ার পরই তিনি বড় কোনো কাজ পান।
বর্তমানে ‘কোয়ান্টিকো-থ্রি’র শুটিংয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা। এছাড়া ইজন্ট ইট রোমান্টিক ও অ্যা কিড লাইক জ্যাক সিনেমার শুটিং করছেন তিনি। খুব শিগগির বলিউড সিনেমার কাজও শুরু করবেন এ অভিনেত্রী।
দেখুন : প্রিয়াঙ্কার সাক্ষাৎকার