
নালিতাবাড়ী প্রতিনিধিঃ রবি/২০১৭-১৮ মৌসুমের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকের মাঝে আজ মঙ্গলবার সকালে শেরপুরের নালিতাবাড়ীতে সরিষা চাষের জন্য বীজ ও সার বিতরণ করা হয়েছে।
কৃষি অফিস সূত্রে, ৩০০জন কৃষকদের মাঝে পুনর্বাসন প্যাকেজের আওতায় প্রতিজন কৃষকের জন্য চার ধরনের সবজি বীজ নালিতাবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিনামূল্যে প্রদান করা হয়। সরিষা চাষের জন্য প্রতি জন কৃষককে ১ কেজি সরিষা বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। সেই সাথে প্রতিজন কৃষক ১০০ গ্রাম মূলাশাক, ১০০ গ্রাম লালশাক, ১০০ গ্রাম পালংশাক ও ৫০ গ্রাম মিষ্টি কুমড়ার বীজ পেয়েছেন। নালিতাবাড়ী উপজেলায় ২০১৭-১৮ অর্থবছরে ৮০০ জন কৃষকের জন্য এই পুনর্বাসন কর্মসূচির উপকরণ বরাদ্দ পাওয়া যায়। পরবর্তীতে ৫০০ জন কৃষককে বোরো ধান ও সবজি চাষের জন্য উপকরণ প্রদান করা হবে। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর নির্দেশনাক্রমে ফসল চাষের উপযোগিতা এবং কৃষকের সুবিধার কথা বিবেচনা করে ধাপে ধাপে পুনর্বাসন কর্মসূচির উপকরণ কৃষকের মাঝে বিতরণ করা হচ্ছে।
উপজেলার উপজেলা নির্বাহী অফিসার তরফদার সোহেল রহমাানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফ ইকবাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা, বাঘবেড় ইউপি চেয়ারম্যান আ: সবুর, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম, যোগানিয়া ইউপি চেয়ারম্যান হবিবুর রহমান হবি। এছাড়াও সাংবাদিকবৃন্দ, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন ।