
মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী থেকেঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বজ্রপাতে এমরান মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের ছালুতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের আয়নাতলী আফরুজ আলীর ছেলে। এ ঘটনায় ইউসূফ আলী (২৮) নামে আরেক যুবক আহত হয়েছে।
জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার বিকেলে বৃষ্টির মাঝে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের ছালুতলা গ্রামের একটি ক্ষেতে চার জন কৃষি শ্রমিক রোপা আমন ধারন রোপন করছিলেন। এ সময় বজ্রপাতে কৃষি শ্রমিক এমরান মিয়া ঘটনাস্থলেই মারা যান। তার সাথে কাজ করা আরেক কৃষি শ্রমিক ইউসূফ আলী আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ইউসূফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। রুপনারায়ন কুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।