
ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে : বিপিএলের উদ্বোধনী ম্যাচে ছয় মিনিট দেরি করে টস করতে গিয়েছিলেন সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন। পাশাপাশি টিম লিস্টও ঠিকঠাক মতো দেননি সিলেটের অধিনায়ক।
বিসিবির আচরণবিধির প্রথম পর্যায়ের নিয়ম ভাঙ্গায় তাকে সতর্ক করেছে বিসিবি। শুধু নাসির নয় দলের ম্যানেজার হাসিবুল হোসেন শান্তকেও একই দোষে সতর্ক করেছে বিসিবি।
মাঠের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও রিয়াজ উদ্দিন, তৃতীয় আম্পায়ার তানভীর আহমেদ, চতুর্থ আম্পায়ার আক্তারুজ্জামান ম্যাচ রেফারি দেবব্রত পালের কাছে লিখিত অভিযোগ করেন। তারই ভিত্তিতে ম্যাচ রেফারি দেবব্রত পাল তাদের সতর্ক করে। দোষ স্বীকার করায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।
শাস্তি না হলেও নাসিরের নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। পরবর্তীতে এরকম কিছু হলে বড় শাস্তি পেতে হবে নাসিরকে। ৪ ডিমেরিট পয়েন্ট হলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন নাসির।
নাসিরের সিলেটের বিপিএলের যাত্রা দুর্দান্ত হয়েছে। প্রথম ম্যাচেই হারিয়েছে ঢাকা ডায়নামাইটসকে। দ্বিতীয় ম্যাচেও কুমিল্লার বিপক্ষে জয়ের পথেই আছে তারা।