নিউজিল্যান্ডকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা আর্শীবাদ হয়ে এসেছিল পাকিস্তানের জন্য। সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথম দুটিতে জয়ের পর লাহোরে শেষ ম্যাচটি জিতে লঙ্কানদের হোয়াইটওয়াশ করে পাকিস্তান।

টি-টোয়েন্টিতে এমন দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেল সরফরাজরা । শীর্ষে থাকা নিউজিল্যান্ডকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছে পাকিস্তান দল।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ড হারের পরই মূলত শীর্ষস্থান নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের। ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরই অফিসিয়ালি র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে পঞ্চম অবস্থান ধরে রেখেছে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত। অন্যদিকে পয়েন্ট হারিয়ে দ্বিতীয় অবস্থানটি এখন নিউজিল্যান্ডের।

ভারত-নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার আগেই টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে পাকিস্তান। শীর্ষে ওঠার জন্য নিউজিল্যান্ডের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হয়েছে তাদের। কিউইরা এক ম্যাচ হারলেই যথেষ্ঠ হতো। সেখানে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে কিউইরা। পাকিস্তানের রেটিং পয়েন্ট এখন ১২৪। নিউজিল্যান্ডের সমান ১২০ পয়েন্ট হলেও পয়েন্টের ভগ্নাংশ হিসেবে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ছিল ১২৫। সিরিজ খুঁইয়ে পয়েন্ট হারিয়ে তারা এখন ১২০ এ নেমে গেছে।

ভারতের সমান ১১৯ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে ইংল্যান্ড। দশম স্থানধারী বাংলাদেশের সংগ্রহ ৭৬। ১০ পয়েন্ট এগিয়ে ৯-এ আফগানিস্তান। আটে শ্রীলঙ্কা (৯১), সাতে অস্ট্রেলিয়া (১১১) ও ছয়ে দক্ষিণ আফ্রিকা (১১২)।