‘নিখোঁজ’ ছাত্রলীগ নেতা নাটোর থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : সোমবার দিবাগত গভীর রাতে নাটোরের আবদুলপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ এ তথ্য জানিয়েছেন। রাজশাহীর ‘নিখোঁজ’ ছাত্রলীগ নেতা মহসিন সরদার ওরফে রনিকে (২৭) নাটোর থেকে উদ্ধার করা হয়েছে। তবে রনিকে কেউ অপহরণ করেছিল কি না, সে ব্যাপারে কিছু জানাননি ওসি। তাকে কী অবস্থায় উদ্ধার করা হয়েছে, সে ব্যাপারেও তিনি মুখ খোলেননি।

ওসি বলেন, ‘রনি ভালো আছে, সুস্থ আছে। এখন কিছু বলতে চাচ্ছি না।’

মুঠোফোনে যোগাযোগ করা হলে রনির ছোট বোন মুন্নি খাতুন মঙ্গলবার দুপুরে বলেন, ‘এখন থানাতেই আছি। ভাইও থানায়। তার সঙ্গে এখনো ঠিকমতো কথা হয়নি। তাই কেউ তাকে নিয়ে গিয়েছিল কি না অথবা কীভাবে তাকে উদ্ধার করা হলো, এসব কিছুই এখন পর্যন্ত জানতে পারিনি।’

রনি নগরীর ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। নগরীর বোয়ালিয়াপাড়া মহল্লায় রনির বাড়ি। তার বাবার নাম মজিবর সর্দার। গত রোববার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রনির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে রনি তার পরিবারকে বিপদে পড়ার কথা জানিয়েছিলেন। এ ঘটনায় রোববার রাতে বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন রনির ছোট বোন মুন্নি খাতুন।