
ক্রীড়া ডেস্ক : নেইমার এখন বার্সেলোনা ক্লাবের ইতিহাস। কাতালান ক্লাব ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে যেতে নেইমার আগে থেকেই আলোচনা করেছিলেন বলে জানান তার স্বদেশি ফুটবলার দানি আলভেজে। স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পরিকল্পনাটা লিওনেল মেসির বিয়েতেই নাকি করেছিলেন নেইমার ও আলভেজ।
লিগ ওয়ানে শনিবার প্রথম ম্যাচ জয়ের পর পিএসজিতে আসার কারণ জানিয়েছিলেন আলভেজ। স্বদেশী তারকা নেইমার আগে থেকেই নাকি তাকে এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন।
গত মৌসুম থেকেই আলভেজের জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন চলছিল। এবার দলবদল শুরু হতেও একই গুঞ্জন উঠে। সব কিছু প্রায় গুছিয়ে এনেছিল ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। তবে নেইমারের কাছ থেকে আভাস পাওয়ার পরই নাকি দিক পাল্টে পিএসজিতে চলে যান আলভেজ।
জুনের ৩০ তারিখে মেসির বিয়েতে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেনে নেইমার ও আলভেজ। আর্জেন্টিনায় ওই বিয়ের অনুষ্ঠানেই নাকি বর্তমান ঠিকানা ছেড়ে পিএসজিতে যাওয়ার পরিকল্পনা করেন নেইমার ও আলভেজ।
২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফার ফি’তে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দিয়েছেন নেইমার। শনিবার পিএসজির লিগ ওয়ানের প্রথম ম্যাচে মাঠে নামেননি ২৫ বছর বয়সি এ ফুটবলার। তবে আশা করা হচ্ছে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের আগামী ম্যাচে মাঠে দেখা যেতে পারে ব্রাজিলিয়ান এ তারকাকে।