মোঃ আসাদুল ইসলাম চট্রগ্রাম প্রতিনিধি ।। গত কাল ০১.০৫.২০১৮ তারিখ সকাল ১১ টায় পহেলা মে জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে বহদ্দার হাট গোল চত্তরে র্যালী ও সমাবেশ করেন চট্রগ্রাম বিভাগীয় র্নিমান শ্রমিক উইনিয়ন ।
মোহাম্মদ ছালেহউদ্দিন এর উপস্থাপনায় ,এ তে সভাপতিত্ব করেন জনাব আকবর আলী ,চেয়ার ম্যান ঘাটা কমিটি , চট্রগ্রাম বিভাগীয় র্নিমান শ্রমিক উইনিয়ন, চট্রগ্রাম ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , জনাব আবদুস ছালাম ,চেয়ারম্যান , সি.ডি.এ চট্রগ্রাম
আরো বক্তব্য রাখেন ,বিশেষ অতিথি,জনাব ,মোরশেদ আলম, কাউন্সিলর ,৮ নং ষোলক বহর ওয়াড,চট্রগ্রাম সিটি কর্পোরেশন,চট্রগ্রাম ,জনাব ,সহিদ উল্যাহ, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক, চট্রগ্রাম , আলহাজ্ব আশরাফুল আলম, ১৭নং চকবাজার ওয়াড, ,চট্রগ্রাম সিটি কর্পোরেশন,চট্রগ্রাম,জনাব,সাইফুদ্দিন খালেদ , কাউন্সিলর ,৪নং চাদগাও ওয়াড,চট্রগ্রাম সিটি কর্পোরেশন,চট্রগ্রাম,জনাব,মোহাম্মদ সিরাজুল ইসলাম , বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক, চট্রগ্রাম,জনাব ,আলহাজ্ব রফিকুল ইসলাম , বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক, চট্রগ্রাম,জনাব ,এস.এম.তাহের, সভাপতি , চট্রগ্রাম বিভাগীয় র্নিমান শ্রমিক উইনিয়ন, চট্রগ্রাম ,জনাব ,নূর মোহাম্মদ , সাধারন সম্পাদক , চট্রগ্রাম বিভাগীয় র্নিমান শ্রমিক উইনিয়ন, চট্রগ্রাম,নাছির উদ্দিন ,যুগ্ন – সাধারন সম্পাদক , চট্রগ্রাম বিভাগীয় র্নিমান শ্রমিক উইনিয়ন, চট্রগ্রাম,মিল্টন মজুমদার , ,যুগ্ন – সাধারন সম্পাদক ,চকবাজার থানা কমিটি,
এ ছারাও বিভিন্ন থানার কর্মীরা এতে অংশ গ্রহন করে দাবি আদায়ের শ্লগান দেন।
সি. ডি. এ চেয়ারম্যান আবদুচ ছালাম সাহেবের মাধ্যমে সরকারের প্রতি চট্রগ্রাম বিভাগীয় র্নিমান শ্রমিক উইনিয়নের দাবি সমূহঃ
১. চট্রগ্রাম শহরে কর্মরত নির্মান শ্রমিকগনকে সি. ডি. এ. এর অধিনে নিবন্ধন করা হক ।
২. নির্মান কাজের ঝুকি কাভারেজ হিসাবে জীবন বীমার আওতায় আনতে হবে।
৩. নির্মান শ্রমিকগনকে সরকারী প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ শ্রমিক হিসাবে বিদেশ প্রেরন করতে হবে। এ ক্ষেত্রে চট্রগ্রাম বিভাগীয় র্নিমান শ্রমিক উইনিয়ন হতে ছারপত্র নিতে হবে ।
৪. নির্মান শ্রমিকগন কর্মরত অবস্থায় দূর্ঘটনা বসত আহত/নিহত হলে সরকারী আইন মোতাবেক আর্থীক সুবিদা প্রধান করেতে হবে ।
৫. নির্মান কাজের স্থানে/ ভবনে শ্রমিকদের নিরাপত্তার জন্য সেইফটি ইকুয়েপমেন্ট-গামবুট,হেলমেট,পোষাক, সানগ্লাশ , সেইফটি বেল্ট, শ্রমিকগণের চিকিৎসার সামগ্রী কর্ম স্থলে মওজুদ রাখতে হবে ।
৬. নগর উন্নয়ন কর্তৃপক্ষ (সি. ডি. এ ) এর নির্ধারণকৃত সরকারী খাস জমিতে নির্মান শ্রমিকদের স্থায়ী পূর্ণবাসন প্রকল্পে ( নির্মান পল্লী) গঠন করতে হবে ।
৭. চট্রগ্রাম শহরের বিভিন্ন স্থানে শ্রম সেড নির্মান করতে হবে ।


