পহেলা মে জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে বহদ্দার হাট গোল চত্তরে র‌্যালী ও সমাবেশ করেন চট্রগ্রাম বিভাগীয় র্নিমান শ্রমিক উইনিয়ন

মোঃ আসাদুল ইসলাম চট্রগ্রাম প্রতিনিধি ।। গত কাল  ০১.০৫.২০১৮ তারিখ সকাল ১১ টায় পহেলা মে জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে বহদ্দার হাট গোল চত্তরে র‌্যালী ও সমাবেশ  করেন চট্রগ্রাম বিভাগীয় র্নিমান শ্রমিক উইনিয়ন ।

মোহাম্মদ ছালেহউদ্দিন এর উপস্থাপনায় ,এ তে সভাপতিত্ব করেন  জনাব আকবর আলী ,চেয়ার ম্যান ঘাটা কমিটি , চট্রগ্রাম বিভাগীয় র্নিমান শ্রমিক উইনিয়ন, চট্রগ্রাম ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , জনাব আবদুস ছালাম ,চেয়ারম্যান , সি.ডি.এ চট্রগ্রাম

আরো বক্তব্য রাখেন ,বিশেষ অতিথি,জনাব ,মোরশেদ আলম, কাউন্সিলর ,৮ নং ষোলক বহর ওয়াড,চট্রগ্রাম সিটি কর্পোরেশন,চট্রগ্রাম ,জনাব ,সহিদ উল্যাহ, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক, চট্রগ্রাম , আলহাজ্ব আশরাফুল আলম, ১৭নং চকবাজার ওয়াড, ,চট্রগ্রাম সিটি কর্পোরেশন,চট্রগ্রাম,জনাব,সাইফুদ্দিন খালেদ , কাউন্সিলর ,৪নং চাদগাও ওয়াড,চট্রগ্রাম সিটি কর্পোরেশন,চট্রগ্রাম,জনাব,মোহাম্মদ সিরাজুল ইসলাম , বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক, চট্রগ্রাম,জনাব ,আলহাজ্ব রফিকুল ইসলাম , বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক, চট্রগ্রাম,জনাব ,এস.এম.তাহের, সভাপতি , চট্রগ্রাম বিভাগীয় র্নিমান শ্রমিক উইনিয়ন, চট্রগ্রাম ,জনাব ,নূর মোহাম্মদ , সাধারন সম্পাদক , চট্রগ্রাম বিভাগীয় র্নিমান শ্রমিক উইনিয়ন, চট্রগ্রাম,নাছির উদ্দিন ,যুগ্ন – সাধারন সম্পাদক , চট্রগ্রাম বিভাগীয় র্নিমান শ্রমিক উইনিয়ন, চট্রগ্রাম,মিল্টন মজুমদার , ,যুগ্ন – সাধারন সম্পাদক ,চকবাজার থানা কমিটি,

এ ছারাও বিভিন্ন থানার কর্মীরা এতে অংশ গ্রহন করে দাবি আদায়ের শ্লগান দেন।

সি. ডি. এ চেয়ারম্যান আবদুচ ছালাম সাহেবের মাধ্যমে সরকারের প্রতি চট্রগ্রাম বিভাগীয় র্নিমান শ্রমিক উইনিয়নের দাবি সমূহঃ

১. চট্রগ্রাম শহরে কর্মরত নির্মান শ্রমিকগনকে সি. ডি. এ. এর অধিনে নিবন্ধন করা হক ।

২. নির্মান কাজের ঝুকি কাভারেজ হিসাবে জীবন বীমার আওতায় আনতে হবে।

. নির্মান শ্রমিকগনকে সরকারী প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ শ্রমিক হিসাবে বিদেশ প্রেরন করতে হবে। এ ক্ষেত্রে চট্রগ্রাম বিভাগীয় র্নিমান শ্রমিক উইনিয়ন হতে ছারপত্র নিতে হবে ।

৪. নির্মান শ্রমিকগন কর্মরত অবস্থায় দূর্ঘটনা বসত আহত/নিহত হলে সরকারী আইন মোতাবেক আর্থীক সুবিদা প্রধান করেতে হবে ।

৫. নির্মান কাজের স্থানে/ ভবনে শ্রমিকদের নিরাপত্তার জন্য সেইফটি ইকুয়েপমেন্ট-গামবুট,হেলমেট,পোষাক, সানগ্লাশ , সেইফটি বেল্ট, শ্রমিকগণের চিকিৎসার সামগ্রী কর্ম স্থলে মওজুদ রাখতে হবে ।

৬. নগর উন্নয়ন কর্তৃপক্ষ (সি. ডি. এ ) এর নির্ধারণকৃত সরকারী খাস জমিতে ‍নির্মান শ্রমিকদের স্থায়ী পূর্ণবাসন প্রকল্পে ( নির্মান পল্লী) গঠন করতে হবে ।

৭. চট্রগ্রাম শহরের বিভিন্ন স্থানে শ্রম সেড নির্মান করতে হবে ।