পাকিস্তানে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে গাড়ি দুটিতে আগুন লেগে নিহত ১৩ জন

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের হাসান আবদাল অঞ্চলে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে গাড়ি দুটিতে আগুন লেগে নিহত হয়েছেন কমপক্ষে ১৩ জন।

রোববারের এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পাকিস্তানি গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, রাওয়ালপিন্ডি থেকে পেশোয়ারের দিকে আসা ট্রাকটির সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ। এতে গাড়ি দুটিতে আগুন ধরে যায়। জ্বলন্ত গাড়ি দুটি একটি গ্যাস পাইপলাইনের সঙ্গে ধাক্কা খায় এবং গ্যাসের বিস্ফোরণে আবারো আগুন লেগে যায়।

ঘটনাস্থল থেকে নিহত-আহতদের উদ্ধার করেছে উদ্ধারকারী দল। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের শরীর এমনভাবে পুড়ে গেছে যে, তাদের শনাক্ত করার মতো অবস্থা নেই। মরদেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করার প্রয়োজন পড়বে।