পাকিস্তান ফেরত অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় কুমিল্লা দাউদকান্দির পাকিস্তান ফেরত অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহিদুল্লাহর (৭২) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। অভিযোগ আমলে নেওয়া হবে কি না এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৪ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবুল কালাম আজাদ। শহিদুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট এম. মাসুদ রানা। এর আগে গত ২১ মার্চ শহিদুল্লাহর বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। তার বিরুদ্ধে হত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগের তিনটি অভিযোগ আনা হয়েছে। গত বছরের ৩ আগস্ট ক্যাপ্টেন শহিদুল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ২ আগস্ট ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ওই দিন রাতে কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।