পাথরচাপা পড়ে পাঁচ মাদ্রাসা ছাত্রসহ ছয়জন নিহত

সিলেট সংবাদদাতা : জেলার কানাইঘাটের লোভাছড়ায় ‘অবৈধভাবে’ পাথর উত্তোলনের সময় পাথরচাপা পড়ে পাঁচ মাদ্রাসা ছাত্রসহ ছয়জন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাংলাটিলা এলাকার ইউনূস আলীর ছেলে জাকির (১৬), আলমাস মিয়ার দুই ছেলে নাহিদ (১৩) ও শাকিল (১২), মুসাব্বির আলীর ছেলে মারুফ (১৩), আনা মিয়ার ছেলে আবদুল কাদির (১৩) ও আবদুল বারীর ছেলে সুন্দর আলী (৩৫)। সুন্দর আলী ছাড়া বাকিরা ডাউকেরগুল নেসারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আহাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পুলিশ ছয়জনের লাশ উদ্ধার করেছে। বাংলা টিলার দুর্গম এলাকায় এই ঘটনা ঘটে।