পিতৃত্বই তাকেই ‘সহনীয়’ করেছে

ক্রীড়া ডেস্ক: গত জুনে সারোগেট মায়ের মাধ্যমে জমজ সন্তান মাতেও ও ইভার বাবা হন ক্রিস্টিয়ানো রোনালদো। তার প্রথম সন্তান ক্রিস্টিয়ানো জুনিয়রের জন্ম ২০১০ সালে। কয়েক সপ্তাহের মাধ্য চতুর্থ সন্তানের বাবা হাতে যাচ্ছেন রোনালদো।

রিয়াল সুপারস্টার রোনালদো মনে করেন, পিতৃত্বই তাকেই ‘সহনীয়’ করেছে। জীবনকে ভিন্নভাবে দেখার নতুন দৃষ্টি দিয়েছে বলেও জানান তিনি।

রোনালদোর বর্তমান বান্ধবী জর্জিনা রদ্রিগেজ আগামী মাসেই সন্তান জন্ম দিতে পারেন। আলনা মার্টিনা নামে ওই কন্যা সন্তানের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় রয়েছে রোনালদো ও তার পরিবার। হোলা ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাতকারে রোনালদো বলেন, ‘পরিবারকে বড় হতে দেখা আমার কাছে সবচেয়ে বড় সুযোগ। আমি প্রতিটি সেকেন্ড উপভোগ করছি।’

পিতৃত্বের আর্শীবাদকে বর্ণনা করতে গিয়ে রোনালদো ভাষ্য, ‘পিতৃত্ব আমাকে ভালোবাসার দিকগুলো শিখিয়েছে। যে অস্থিত্বের কথা আমি আগে জানতাম না। এটা আমাকে সহনীয় করে তুলেছে। জীবনে আসলে কি প্রয়োজন, সে সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে।’

প্রথম সন্তান ক্রিস্টিয়ানো জুনিয়র সম্পর্কে রোনালদো বলেন, ‘ড্রেসআপের ব্যাপারে ক্রিস্টিয়ানো জুনিয়ারের পছন্দকে আমি গুরুত্ব দেই। বাইরে গেলে আমরা একই রকম পোশাক পড়ে যাওয়ার চেষ্টা করি।অনেক পিতা-মাতাই সন্তানদের পছন্দকে এভাবে মূল্যায়ন করতে চায়। আমার সন্তুান ফটো সেশনের ব্যাপারে বেশ আগ্রহী। সে স্বাভাবিকভাবেই অসাধারণ পোস দিতে সেগুলো করতে পারে। তার কালেকশন আর পোশাক দেখে আমি অবিভূত হই।’