
ক্রীড়া ডেস্ক : পেশাদার ক্যারিয়ারে পেছনে ফেলা সময়গুলো জুভেন্টাস, ইন্টার মিলান ও বার্সেলোনার মতো সেরা ক্লাবগুলোতে বিনিয়োগ করে এসেছেন জালাতন ইব্রাহিমোভিচ। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের সবেচেয় সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে জার্সি গায়ে খেলছেন ইব্রা।
ক্লাবের হয়ে দুর্দান্ত সব পারফরম্যান্সের পাশাপাশি সুইডেনের জার্সিতেও দেশটির সেরাটা স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। প্রতিযোগিতাপূর্ণ বিভিন্ন লড়াইয়ে দেশটির সেরা পারফর্মার তিনি। তাই ঘরের ছেলের কীর্তিকে স্মরনীয় করে রাখতে তার মূর্তি তৈরি করছে সুইডেন। স্টোকহোমের জাতীয় স্টেডিয়ামের বাইরে এই মূর্তি স্থাপন করা হবে।
তবে পুরো দমে কাজ শেষ হওয়ার আগে তার নির্মাণকাজ পরিদর্শনে যান ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। ২.৭ মিটার উচ্চতার এই মূর্তি তার সম্মানে তৈরি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্সট্রাগ্রামে নিজের ওই মূর্তির সামনে দাড়িয়ে পোজ দেন ৩৫ বছর বয়সি ইব্রা।
সেরা পারফর্মের জন্য গত ১০ বছর ধরে সুইডেনের সেরা ফুটবলারের পুরস্কার হিসেবে গোল্ডেন বল পান ইব্রা। শেষ ১২ বারের মধ্যে ১১ বারই এই পুরস্কার তার শোকেসে উঠেছে।
ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো ২০১৬ এর পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ইব্রা। সুইডেনের জার্সি গায়ে ১১৪ ম্যাচে ৬২ গোল করেছন তিনি।