প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন এএফসি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক : প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফা। আজ রোববার বিকেলে তিনি নিজ বিমানে করে বাংলাদেশে পৌঁছান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীসহ ফেডারেমনের অন্যান্য কর্মকর্তাগণ।

বিমানবন্দর থেকে তাকে হোটেল সোনারগাঁও এ নিয়ে আসা হয়।

মূলত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনাল দেখতে কলকাতায় এসেছিলেন এএফসি সভাপতি। সেখান থেকেই অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেন। এরপর আজ বিকেলে নিজ বিমানে করে বাংলাদেশে চলে আসেন। ২৪ ঘণ্টার এই সফরে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্যের সঙ্গে মিটিং করবেন।

সোমবার সকালে নিজ দেশ বাহারাইনে ফিরে যাবেন তিনি।