প্রথম ম্যাচে বোলিং দাপট দেখিয়েছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ টুর্নামেন্টের প্রথম ম্যাচে বোলিং দাপট দেখিয়েছে বাংলাদেশ। আফগানিস্তানকে ১৪৬ রানে আটকে দিয়েছে সাইফ হাসানের দল। জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ বিনা উইকেটে ১৪ রান সংগ্রহ করেছে।

কলম্বোর মাতারা স্টেডিয়ামে টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন বাংলাদেশের বোলাররা। আফগান শিবিরে শুরুতেই জোড়া আঘাত করেন পেসার মাকিদুল ইসলাম। দুই ওপেনার ইব্রাহিম জারদান (৩) ও নাভীদ ওবায়েদকে (১৪) সাজঘরে ফেরত পাঠান ডানহাতি এ পেসার।

দলীয় ৪৮ ও ৪৯ রানে আউট হন তারিক (১৬) ও ইকরাম ফাইজি (০)। সপ্তম বোলার হিসেবে সাইফ হাসানের থেকে বল পান বাঁহাতি অলরাউন্ডার কাজী অনিক। বল হাতে নিয়েই ম্যাচের দৃশ্যপট পাল্টে দেন তরুণ পেসার। নিজের দ্বিতীয় ও তৃতীয় ওভারে পান সাফল্য। একে একে আউট করেন সর্বোচ্চ রান করা নিসার ওয়াহাত (৩২) ও পারউইজকে (২৩)। এরপর আরও ২টি উইকেট পকেটে পুরেন কাজী অনিক। আফগান শিবিরের শেষ আক্রমণ করেন মাকিদুল। ২৭ রান করে নাভীন-উল-হক এলবিডাব্লিউর শিকার হন।

বল হাতে বাংলাদেশের সেরা কাজী অনিক। ৮ ওভারে ১ মেডেনে ২২ রানে ৪ উইকেট নেন এ পেসার। ৩টি উইকেট নেন মাকিদুল ইসলাম। ১টি করে উইকেট নেন নাঈম হাসান ও মোহাম্মদ সজীব হোসেন।

যুব এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল। ১৬ ডিসেম্বর নেপাল ও ১৮ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে।