প্রধানমন্ত্রী ও সভায় আগত অতিথিদের নিরাপত্তার জন্য সাড়ে তিন হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে

নিজস্ব প্রতিবেদক, খুলনা : শনিবার খুলনা সার্কিট হাউজ ময়দানে মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সভায় আগত অতিথিদের নিরাপত্তার জন্য সাড়ে তিন হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। থাকবে তিন স্তরের নিরাপত্তা বলয়।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. হুমায়ুন কবির এ তথ্য জানান।

কেএমপি কমিশনার জানান, গত এক সপ্তাহ আগে থেকে সার্কিট হাউজ ময়দানের আশপাশে সাদা পোশাকে পুলিশ এবং মঞ্চের পাশে সশস্ত্র পুলিশ পাহারা রয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি নজরদারি করা হচ্ছে। নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশ ও র‌্যাব পেট্রোল ডিউটিতে নেমেছে। খালিশপুর ঈদগাহ ময়দান থেকে সার্কিট হাউজ পর্যন্ত ৯৩টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। শুধু জনসভাস্থলেই ৩৫টি ক্যামেরা স্থাপন করা হবে। জনসভাস্থলে ২০০ নারী পুলিশ নিরাপত্তায় থাকবে। মাঠে মেটাল ডিটেক্টর এবং গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক সার্জেন্ট যানবাহনের গতি নিয়ন্ত্রণ করবে।

প্রেস ব্রিফিংয়ে ডেপুটি পুলিশ কমিশনার (সদর) এসএম ফজলুর রহমান, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আব্দুল্লাহ আরেফ পিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, কেএমপির মুখপাত্র সোনালী প্রমুখ উপস্থিত ছিলেন।