
নিজস্ব প্রতিবেদক : প্রায় ৩ ঘণ্টা চিকিৎসাসেবা বন্ধ থাকার পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আবার রোগীদের চিকিৎসা দেওয়া শুরু হয়েছে।
রোববার বিকেল ৫টায় চিকিৎসাসেবা দেওয়া শুরু হয়।
এর আগে দুপুরে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজনদের ‘হামলার’ অভিযোগে জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ করে দেন চিকিৎসকরা।
এ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার বিকেলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির সাংবাদিকদের বলেন, ‘তিন দিন আগে ভর্তি হওয়া ওই রোগীকে উপযুক্ত চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসকরাও সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান। অথচ চিকিৎসকদের অবহেলায় রোগী মারা গেছে, এ অভিযোগ তুলে তাদের স্বজনরা চিকিৎসক-আনসারদের ওপর হামলা করে। এ ঘটনার তদন্ত করা হবে। এর পর বিস্তারিত জানানো হবে।’
এদিকে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে রোববার বিকেল ৫টা থেকে জরুরি বিভাগের কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়।
এর আগে হাসপাতালের পরিচালক চিকিৎসক, আসনার এবং হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক করেন।
উল্লেখ্য, রোববার দুপুরে নওশাদ (৫০) নামের এক রোগীর মৃত্যু হয়। পরে তার স্বজনরা চিকিৎসকদের অবহেলার কারণে রোগীর মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালে হামলা করে। হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন নওশাদ। সেখানে তার স্বজনরা চিকিৎসক, নার্স, স্টাফ ও আনসার সদস্যদের ওপর হামলা করলে তারা আহত হন। এ সময় নিরাপত্তার কথা ভেবে হাসপাতালে প্রবেশের বিভিন্ন ফটক বন্ধ করে দেওয়া হয় এবং জরুরি বিভাগের সেবাও বন্ধ করে দেওয়া হয়।