
সংবাদদাতা এম এম সি মহেদেী ঃ বাগেরহাটের ফকিরহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উদ্যোগে গত সোমবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এতিম শিশুদের নিয়ে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২৮৫জন শিশু ও তার অভিবকদের নিয়ে শিশুদের অধিকার ও সুরক্ষা বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া শিশুদের নিয়ে চিত্রাংকন, প্রবন্ধ লিখন ও সাধারন জ্ঞানের উপর প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ পারভীন। ইসলামিক রিলিফ খুলনা ফিল্ড এর প্রোগ্রাম অফিসার মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ মোতাহার হোসেন, প্রধান শিক্ষক মোঃ মনিরুজামান ফকির, মাদ্রাসা সুপার মাওঃ মিজানুর রহমান ও সংস্থার খুলনার ফিল্ড অফিসার দেওয়ান মোঃ বরকতুজামান। সংস্থার সুবিধাভোগী শিশু মুক্তার উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউসুপ আলি, হাবিবুর রহমান, মোঃ আল আমিন মিয়া সহকারী ফিল্ড অফিসার রোখসানা রহমান ও মুক্তা মন্ডল প্রমুখ ।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন সকল শিশু ও তাদের অভিভাবকদেরকে ইসলামিক রিলিফ এর প্রদেয় অর্থ সঠিকভাবে ব্যবহার করে শিশুদেরকে যোগ্য মানুষ হিসাবে গড়ে উঠার পরামর্শ দেন। তিনি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণকরে বলেন, “আপনারা শিশুদের টাকা খরচে মিতব্যয়ি হবেন।” তাদের ভাবষ্যতের জন্য কিছু অর্থ জমা করতে পরামর্শ দেন। তিনি তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত ধর্মীয় অনুশাসন মানতে উপদেশ দেন এছাড়া বাল্য বিবাহ না দিতে অভিভাবকদের পরামর্শ দেন।