এম এম সি মেহেদী হাসান ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভট্রখামার এলাকার শাহাজান আলীর পুত্র মোঃ সোরব হোসেনের বড় একটি পোল্ট্রি মুরগী ফার্মে বড় ধরনের ক্ষতিগ্রস্থ হওয়ায় সে এখন দিশেহারা হয়ে পড়েছে। ভুক্তভোগী সোরব হোসেন জানান, সম্প্রতি রোগে আক্রান্ত হয়ে তার ফার্মে থাকা লক্ষাধিক মুরগী মারা গেছে। এর পূর্বে বর্ষা মৌসুমে পানিতে প্লাবিত হওয়ায় তার ফার্মের ব্যপক ক্ষতি সাধন হয়। তিনি জানান, এক বছরের মধ্যে এক কোটি টাকার উর্দ্ধে ক্ষতি হওয়ায় তিনি সর্বশান্ত হয়ে গেছে। তিনি আরও বলেন বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে সে এই পোল্ট্রি মুরগী ফার্ম গড়ে তোলেন। কয়েক মাস আগেও যে শিল্প একটি উজ্জ্বল সম্ভাবনাময় খাত হিসেবে পরিচিতি অর্জন করেছিল তার সেই পোল্ট্রি শিল্প আজ অস্তিত্বের সংকটে পড়েছে। আকস্মিক ভাবে সব মুরগী মারা যাওয়ায় তার ব্যবসা শেষ হয়ে গেছে। তিনি ধারনা করছেন বিভিন্ন রোগে আক্রান্তের পাশাপাশি খাবারের সমস্যা জনিত কারনে এই ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে ভুক্তভোগী সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন।


