এম এম সি মেহেদী হাসান: বাগেরহাট জেলাধীন ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামে বিদ্যুতের আগুনে একটি ঘর পুড়ে ভস্মিভুত হয়েছে। সোমবার সকালে এ অগ্ন্যুৎপাত ঘটে। এলাকাবাসী জানায়, সকালে শ্যামবাগাত গ্রামের রাহুল মঞ্জিলের পাশ দিয়ে যাবার সময় রাস্তার লোকজন বাড়িতে আগুন দেখে চিৎকার করলে এলাকার লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বাগেরহাট ও খুলনা থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। ততক্ষণে ঘওে থাকা মূল্যবান জিনিসপত্র, দলিল, স্বর্ণালংকার, ফ্রিজ, টাকা সহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল ভস্মিভুত হয়। কিভাবে আগুন ধরেছে তা এখনো জানা না গেলেও শর্ক সার্কিট থেকে আগুন ধরতে পারে অনেকের ধারণা। বাড়ির মালিক শেখ জাহাঙ্গীর কবির জানান, ঘটনার সময় তার পরিবারের কেহ বাড়িতে ছিল না। খবর পেয়ে বাড়িতে এসে তারা এ ঘটনা দেখতে পান।


