এম এম সি মেহেদী হাসানঃ মননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খুলনায় শুভ আগমন ও জনসভাকে সফলের লক্ষে ফকিরহাট উপজেলা শ্রমিকলীগের উৎদোগে বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলা পার্টি অফিসে শ্রমিলীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপত্বিতে বক্তব্য রাখেন সহ সভাপতি মনিরুল ইসলাম , ভগিরত বিশ^াস, মাহাবুবুর রহমান , শেখ সোহেল শেখ, রওনাকুল ইসলাম, মাসুদুর রহমান, রফিকুল ইসলাম, হায়দার মিয়া, আফসার উদ্দিন , মেম্বর আরিফুল ইসলাম ,জীবন শীল, প্রমূখ উক্ত সভাটি সার্বিক পরিচালনা করেন অনিমেষ কুমার দাম। সভাশেষে ফকিরহাটের ৮টি ইউনিয়নের নেতা কর্মীরা ফকিরহাটের বিভিন্ন সড়কে মিছিল ও শোভা যাত্রা ।


