ফাইনালে আর্সেনাল

ক্রীড়া ডেস্ক: ইংলিশ লিগ কাপের ফাইনালে উঠেছে আর্সেনাল। অ্যামিরেটস স্টেডিয়ামে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে চেলসির বিপক্ষে ২-১ গোলে জিতে ফাইনালের টিকিট পেয়েছে গানাররা। এর আগে স্টামফোর্ড ব্রিজে প্রথম লেগে গোলের দেখা পায়নি কোনো দলই।

ঘরের মাঠে জয় পেলেও অ্যামিরেটস স্টেডিয়ামে শুরুতে এগিয়ে ছিল চেলসি। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় ব্লুজরা। পেদ্রো রদ্রিগেসের থ্রু বল ধরে গোলরক্ষককে পরাস্ত করেন বেলজিয়ামের ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড।

তবে ম্যাচের ১২ মিনিটেই উচ্ছ্বাস ফেরে অ্যামিরেটস স্টেডিয়ামের গ্যালারিতে। এ সময় কর্নার থেকে উড়ে আসা বলে নাচো মনরিলের হেড পাল্টা হেডে ফেরাতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন চেলসির জার্মান ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার।

প্রথমার্ধে ১-১ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। আলেকসঁদ লাকাজেতের ক্রসের মতো করে বাড়ানো বল রুডিগারের গায়ে লেগে পড়ে গ্রানিত জাকার পায়ে। কাছাকাছি থেকে সহজেই লক্ষ্যভেদ করেন সুইজারল্যান্ডের এই মিডফিল্ডার। বাকি সময়ে আর গোল না হওয়ায় ২-১ ব্যবধানে ফাইনালে উঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের দলটি।

ফেব্রুয়ারির ২৫ তারিখে ওয়েম্বলিতে শিরোপা নির্ধারনী ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে আর্সেনাল ২০১০-১১ মৌসুমে সর্বশেষ এই প্রতিযোগিতার ফাইনালে উঠা আর্সেনাল।