ফেনীতে বাসচাপায় এক স্কুল শিক্ষক নিহত

ফেনী প্রতিনিধি : ফেনীতে বাসচাপায় মোবারক আলী (৩৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার লালপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোবারক আলী সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের ফজলুল করিমের ছেলে এবং স্থানীয় আলরাজি একাডেমি অ্যান্ড স্কুলের সহকারী শিক্ষক।

হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, টাউন সার্ভিসের বাসে উঠতে গিয়ে অসতর্কতাবশত চাকার নিচে পড়ে ওই শিক্ষক নিহত হয়েছেন।